রুশাইদ আহমেদ: ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসায় জুমাতুল বিদার নামাজ আদায়ে একত্রিত হয়েছেন প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।
জেরুজালেমের ইসলামিক ওয়াকফের পরিচালক শেইখ আজম আল-খাতিবের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, গত শুক্রবার (২৮ মার্চ) পবিত্র রমযান মাসের শেষ জুমাতে অংশ নিতে হাজার হাজার ফিলিস্তিনির আগমন ঘটে মসজিদুল আকসায়। ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা মসজিদে আসেন। এই সংখ্যা প্রায় ৭৫ হাজারেরও বেশি হতে পারে বলে দাবি করেন আল-খাতিব।
জুমাতুল বিদা উপলক্ষে শুক্রবার ভোর থেকেই ইসরায়েলি বাহিনী জেরুজালেম শহরের বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করে। এ সময়, হাজার বছর বয়সী পুরোনো এই শহরের চারপাশের বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয় বলে জানায় স্থানীয় সূত্রগুলো।
তবে অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ৫৫ বছরের নিচের পুরুষ ও ৫০ বছরের নিচের নারীদের কোনোভাবেই জেরুজালেমে কিংবা মসজিদুল আকসার ভেতরে প্রবেশ করতে দেয়নি দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে নামাজে অংশ না নিয়েই নিজ বাড়ি কিংবা শরণার্থী শিবিরে ফিরে যান সহস্র ফিলিস্তিনি মুসল্লি।
গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে।
প্রতি বছর জুমাতুল বিদায় বিপুল সংখ্যক মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ আদায় করলেও নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ইসরাইল প্রায়শই এতে বাধা প্রদান করে থাকে। ২০২০ সালে পবিত্র আল-আকসা মসজিদে প্রায় আড়াই লাখ মুসল্লি এই নামাজে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তাদের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে এক বিশেষ অভিযান শুরু করে। অতর্কিত এ হামলায় ১২০০ এর কাছাকাছি ইসরায়েলি নাগরিক নিহত হন। এ ছাড়া, জিম্মি করা হয় কয়েক ডজন প্রভাবশালী ইসরায়েলি ব্যক্তিবর্গকে।
এরপর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
গত ১৭ জানুয়ারি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে দুই মাসের মাথায় যুদ্ধবিরতি ভেঙে হামাসের ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রীসহ কয়েক ডজন শীর্ষস্থানীয় হামাস নেতৃবৃন্দকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। এতে নতুন করে ৬ শতাধিক ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।