পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ এই স্বাধীনতার আগে এবং পরে অনেক আন্দোলনের গতি-প্রকৃতি ও নীতিনির্ধারণের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এ ক্যান্টিন যতটা না খাবারের জায়গা হিসেবে পরিচিত, তার চেয়েও বেশি পরিচিত ছাত্ররাজনীতির আঁতুড়ঘর হিসেবে। দেশের ছাত্ররাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত এই মধুর ক্যান্টিন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পদচারণাও সারাবছর মুখরিত থাকে এই মধুর ক্যান্টিন।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা সহিংসতাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, আবাসিক হল বন্ধ থাকায় আর চলমান কারফিউ এর কারণে কয়েক দিন ধরে এখানে আর কারো আনাগোনা নেই। তর্ক-বিতর্ক আর গান-আড্ডায় সবসময় মুখরিত এ ক্যান্টিন এখন স্তব্ধ, নিস্তরঙ্গ।