কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুরো জুলাই মাস জুড়েই উত্তাল দেশ। এই আন্দোলনের ভয়াবহ রুপের সাক্ষী হয়ে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। শিক্ষার্থী, সাধারন মানুুষ, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও এই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ হারায়। আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আজ ২৯ জুলাই সোমবার, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন । মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ পর্যন্ত কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন। ব্যাপারটি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এমন তথ্য দিয়েছেন আসাদুজ্জামান।