জান্নাতুল ফেরদৌস, বিইউপি প্রতিনিধি:
তরুণদের নীতিনির্ধারণী ভাবনার বিকাশে বিশেষ ভূমিকা রাখতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ইকোনমিক্স ক্লাব আয়োজিত “রূপালী ব্যাংক পিএলসি প্রেজেন্টস POMAC 5.0, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক পিএলসি” প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সারা দেশব্যাপী ১৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়-ভিত্তিক দলের অংশগ্রহণে এবারের আয়োজন পরিণত হয় এক ব্যতিক্রমী মেধা ও বিশ্লেষণনির্ভর প্রতিযোগিতার আসরে।
তিনটি ধাপে সাজানো ছিল এই প্রতিযোগিতা—কেস সলভিং, পলিসি সংলাপ, এবং বাস্তবভিত্তিক নীতিগত প্রস্তাবনা উপস্থাপন। প্রতিটি ধাপেই অংশগ্রহণকারীরা তুলে ধরেন তাদের দূরদর্শী চিন্তাভাবনা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও প্রেজেন্টেশন দক্ষতা।
তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে বিজয়ী দলসমূহ। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির “আর্কটিক উলভস” দল। প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র “রেইন অব রেইন”, এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের “রেশনালস্”।
এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক প্যানেলকে সমৃদ্ধ করেছেন দেশের তিনজন খ্যাতনামা পলিসি ও অর্থনীতি বিশ্লেষক, যাঁদের উপস্থিতি প্রতিযোগিতাকে করেছে আরও মানসম্মত ও তাৎপর্যপূর্ণ।
ড. সাকিব বিন আমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিমের পরিচালক, তাঁর দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা ও নীতিনির্ধারণমূলক চিন্তাভাবনা দিয়ে বিচার কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন। ২০২৩ সালে তিনি Study UK Alumni Award-এ Science and Sustainability ক্যাটাগরিতে সম্মানিত হন।
তাছাড়াও বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন সারা সাবিন খান, যিনি বর্তমানে UNDP Bangladesh-এর Accelerator Lab-এর হেড অফ সলিউশন ম্যাপিং, নীতিনির্ধারণ ও উদ্ভাবনী উন্নয়নমূলক কর্মপরিকল্পনায় নেতৃত্ব দিয়ে চলেছেন।
তৃতীয় বিচারক হিসেবে গ্র্যান্ড ফিনালে বিচার কার্যক্রমে যুক্ত ছিলেন মোস্তাফা আমির সাব্বিহ, যিনি বর্তমানে World Bank-এর Social Protection Specialist হিসেবে কর্মরত। তিনি পূর্বে Centre for Policy Dialogue (CPD) এবং Oxfam এ গবেষণার কাজে নিযুক্ত ছিলেন।
সবশেষে পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এর সম্মানিত ডিন ব্রিগেডিয়ার জেনারেল এমডি শাহিদুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে তুলে দেন ক্রেস্ট এবং প্রাইজ বন্ড। এছাড়াও উপস্থিত ছিলেন ইকোনোমিক্স ডিপার্টমেন্ট এর সম্মানীয় চেয়ারম্যান, অধ্যাপকগণ এবং লেকচারারগণ।
অনুষ্ঠানের শেষে বি ইউ পি ইকোনোমিক্স ক্লাবের প্রেসিডেন্ট জানান আন্তরিক কৃতজ্ঞতা প্রত্যেক সম্মানীয় বিচারক, প্রতিযোগী, ও অংশীদারদের প্রতি—যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় POMAC 5.0 হয়ে উঠেছে এক অনন্য ও ঐতিহাসিক নীতিনির্ধারণী মঞ্চ।