টালিউড জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিভিন্ন কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন।এবারও তার ব্যতিক্রম হলো না। রবিবার (২৮ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়,নুসরাতের গালে চুমু দিতে দেখা যায় এক শিম্পাঞ্জিকে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, নুসরাতের কোলে বসে আছে একটি শিম্পাঞ্জি। শুধু বসেই নেই, অভিনেত্রীর গালে আলতো করে চুম্বন করতেও দেখা যায় তাকে। শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটির সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নুসরাত। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার রবিবার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে।’
ভিডিওটি পোস্ট করার পর সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিপত্তি বাধিয়েছেন নেটিজেনরা। তাদের বড় একটি অংশের মানুষ নুসরাতের ঠোঁট ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে রীতিমতো কটাক্ষ করছেন।কেউ লিখেছেন ,দুজনের ঠোঁট তো একইরকম। আবার কেউ লিখেছেন,বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অভিনেত্রীর কমেন্টসবক্সে।