ভারত ও বাংলাদেশে সমান তালে কাজ করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সরব সামাজিক মাধ্যমেও। বছরের বেশির ভাগ সময়ই খোলামেলা পোষাকে ভক্তদের সামনে হাজির হয়ে আলোচনার-সমালোচনার মুখোমুখি হন তিনি । এবার ফেসবুকে ‘বিকিনি’ পড়া ছবি প্রকাশ করে আবারও ‘হট টপিক’ নুসরাত।
আজ বুধবার (২৯ মে ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুইমিং পুলে কালো রঙের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন ,”তাপ মারছে” । ছবিটি প্রকাশ করার ঘণ্টা কয়েকের মধ্যেই রিয়েকশন আর কমেন্ট নিয়ে সেখানে ভিড় করেছেন তার ফলোয়াররা। অবশ্য, কমেন্টে ফারিয়ার এমন পোষাকে ঘিরে নেতিবাচক মন্তব্যই বেশি পড়েছে নেটিজেনরা।
ছবিটির জন্য অনেকেই সমালোচনায় বিদ্ধ করছেন ফারিয়াকে। তবে শুধু সমালোচনা নয়, কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসাতেও। কারন লাস্যময়ী নুসরাত ফারিয়ার রূপে মজেছে অনেক নেটিজেনরা।