ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ওপার বাংলার সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। প্রায় সময় সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। আইটেম গানে কিংবা খোলামেলা ফটোশুটের জন্য প্রায় আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সমুদ্রে সৈকতে বিকিনি পরে নিজের একটি খোলামেলা ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।ক্যাপশনে লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। তবে ছবিটি কোথায় কখন তুলেছেন অভিনেত্রী সে নিয়ে কিছু বলেননি।
এদিকে ফারিয়ার বিকিনি লুকের ছবি ফেসবুকে শেয়ার করে নায়িকা পলি লিখেছেন: ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।
ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’ অনেকেই মনে করছেন, সেই আপত্তি থেকেই নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিলেন দুজন।