ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানপ্রকল্প প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার ক্যারিয়ার ক্লাব আয়োজনে নেতৃত্ব এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) নিটারের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের সুযোগ করে দিতে উক্ত আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, বিশেষ অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এবং নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর নুসরাত জাহান রুমা।
বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা এবং পেশাদার সিভি তৈরির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত ‘সিভি রাইটিং এন্ড ইউনিভার্সিটি লাইফ হ্যাকস’ ওয়ার্কশপটি পরিচালনা করেন নিটার ক্যারিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম রাকিব। শিক্ষার্থীরা সিভি তৈরির কার্যকর কৌশল, সময় ব্যবস্থাপনা, এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা পান। নেতৃত্বের দক্ষতা বিকাশে আয়োজিত ‘লিডারশীপ ওয়ার্কশপ: লিড দ্য ওয়ে’ ওয়ার্কশপটি পরিচালনা করেন নিটার ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ। তিনি নেতৃত্বের বৈশিষ্ট্য, আত্মবিশ্বাস গড়ে তোলা, এবং সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা ওয়ার্কশপ শেষে নিজেদের নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে নতুন ধারণা লাভ করেন।আয়োজিত এই ওয়ার্কশপ দুটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে এবং আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ করা গিয়েছে। নিটার ক্যারিয়ার ক্লাবের এই উদ্যোগ ক্যাম্পাসের শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।