বুধবার (২ এপ্রিল ২০২৫) বিকাল ৪ টায় নেত্রকোণায় বারহাট্টা থেকে চিরাম ইউনিয়ন পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে চিরাম ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করে চিরাম ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম’।
মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, “চিরাম ইউনিয়নের ভোগান্তি আর নয় আর নয়”, “ট্যাক্স দিচ্ছি নিয়মিত রাস্তা চাই উন্নত”, “চাচা রাস্তাঘাট ভাঙা কেন,উন্নয়ন কোথায়? ঐই কিরে রাস্তাঘাট তো ভাঙা ভাঙা” প্রভূতি ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন।
ছাত্র-জনতা ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ‘চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়’ পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে যান।
চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম আহমেদ বলপন,”আমাদের একটাই দাবী অতি শিগ্রই এই রাস্তা সংস্কার করুন। বারহাট্টা থেকে চিরাম পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পুরো রাস্তা যাতায়াত অনুপযোগী। ২০২২ সালের বন্যায় চিরাম ইউনিয়নের অধিকাংশ রাস্তা পানির নিচে তলিয়ে যায়। যার দরুণ পুরো ভঙ্গুর ও নাজেহাল অবস্থায় পরিণত হয়। চিরাম থেকে বারহাট্টা যেতে যে খানে মাত্র ৩০ মিনিট সময়ের প্রয়োজন কিন্তু সড়কের ভঙ্গুর অবস্থার জন্য এক ঘন্টার অধিক সময় লাগে। তাছাড়া অসুস্থ,বৃদ্ধ এবং আমাদেরও অত্যধিক ঝাঁকির কারণে জীবন ওষ্ঠাগত! ভাঙা রাস্তায় প্রতিনিয়ত হচ্ছে মারাত্মক অ্যাকসিডেন্ট।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম’ এর আইন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর সফিউল্লাহ, সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জোবায়েদ হোসেন,সভাপতি জবি শিক্ষার্থী মোঃ তানজিল সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।