নোয়াখালীর সোনাইমুড়ীতে ঋণের চাপ সহ্য করতে না পেরে নুর নবী (৩০) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে সোনাইমুড়ী থানা পুলিশ তার নিজ বাড়ির কাছাকাছি একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
নুর নবী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের তোফায়েল মাওলানার পুরাতন বাড়ির হাবিব উল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান জানান, নুর নবী পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। কিন্তু গত তিন বছর ধরে আয় কমে যাওয়ায় তিনি লোকসানে পড়েন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন।
অর্থসংকট সামলাতে তিনি একটি এনজিও সংস্থা থেকে ১ লাখ টাকা ঋণ নেন, তবে কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করতে পারেননি। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও দোকানের কাছেও তার দেনা ছিল। ক্রমাগত মানসিক চাপে ভুগতে থাকা নুর নবী অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।