বহু বছর ধরে পুকুরে অবরুদ্ধ একটি কুমির উদ্ধার করা হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে থেকে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে চরহাজারী গ্রামের কুমিরবাড়ির পুকুর থেকে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের একটি দল কুমিরটি উদ্ধার করে।
জানা যায়, চট্টগ্রামের ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কুমিরটি ছেড়ে দেয়া হবে। কুমিরটি গত ৪৭ বছর ধরে কুমিরবাড়ির পুকুরের লোনা পানিতে অবৈধভাবে অবরুদ্ধ ছিল। বাড়ির পুকুরে কুমির থাকার বিষয়টি এলাকাবাসী জানতেন। ফলে স্থানীয়দের কাছে বাড়িটি পরিচিতি পায় কুমিরবাড়ি হিসেবে।
ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, ৫০ বছরেরও বেশি বয়সী কুমিরটির ওজন প্রায় ১০০ কেজি।
চরহাজারী গ্রামের মো. খুরশিদ আলম ১৯৭৭ সালে বাগেরহাটের খান জাহান আলীর মাজার থেকে দুটি কুমির এনে নিজ বাড়ির পুকুরে লালনপালন শুরু করেন। এর মধ্যে পুরুষ কুমিরটি ২০ বছর আগে মারা যায়। এরপর থেকে নারী কুমিরটি সঙ্গীহীন অবস্থায় ছিল।
জনশ্রুতি রয়েছে, অনেক মানুষ মানত করে কুমিরকে খাবার দিতেন।