সুমাইয়া আক্তার ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সরকারি কলেজে কেন্দ্রে ( ২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ ৯ মে শুক্রবার সকাল ১০ টায় গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।
কলেজ সূত্রে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে আবেদন বেশি হওয়ায় এবং পর্যাপ্ত সিট না থাকায় নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বেশ কয়েকটি স্কুল গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯ টা থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে স্বতঃস্ফূর্ত ভাবে প্রবেশ করে।
কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট, বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট, রাজনৈতিক ছাত্রসংগঠন সহ নোবিপ্রবি সাংবাদিক সমিতি এবং নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মুহাম্মদ হানিফ মুরাদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. মো. জিয়াউল হক এবং নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন।
আগত পরীক্ষার্থীরা জানান, নোয়াখালী সরকারি কলেজের মনোরম পরিবেশে আমাদের পরীক্ষা হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের হলে শিক্ষকরাও অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের পরীক্ষা নিয়েছেন।
পরিদর্শন শেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.মুহাম্মদ হানিফ মুরাদ বলেন, সিট সংকুলান হওয়ায় প্রথমবার আমরা আমাদের ক্যাম্পাসের বাহিরে ৪টি প্রতিষ্ঠানে কেন্দ্র রেখেছি, নোয়াখালী সরকারি কলেজ সব থেকে বড় ক্যাম্পাস এবং এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেশি।
তিনি আরো বলেন, হল গুলো পরিদর্শন শেষ করে এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম হচ্ছে। আমি ধন্যবাদ জানাই নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন স্যারকে এবং পরীক্ষার দায়িত্বে সংশ্লিষ্ট সবাইকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুশৃঙ্খল ভাবে পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা করা রোভার স্কাউট এবং সাংবাদিকদের।
তিনি জানান, পরীক্ষার পুরো সময় নোবিপ্রবি টিম এবং নোয়াখালী সরকারি কলেজ টিম তদারকি করছে। আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম শেষ হবে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি সুশৃঙ্খল ভাবে পরীক্ষার কার্যক্রম শেষ করার। আমরা ইতোমধ্যে পুরো হল তদারকি করেছি এখন পর্যন্ত সুন্দর ভাবে পরীক্ষা কার্যক্রম চলছে৷
ক্যাম্পাসের সামনের রাস্তায় ভীড় নিয়ে অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, আমরা বলেছি রাস্তাটা যেহেতু ন্যারো একটা রাস্তা গাড়ি যাতে ৩০ গজ দূরত্বে রাখা হয় । অভিভাবকদের অতিরিক্ত ভীড় আসলে সমাধান করা একটু কঠিন তারপরেও পরবর্তী পরীক্ষাগুলোতে আমরা চেষ্টা করবো অভিভাবক ছাউনি করার।