অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগে তাকসিম পদত্যাগপত্র পাঠান বলে জানা গিয়েছে।
এমডির স্টাফ অফিসার ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম এ প্রসঙ্গে নিশ্চিত করে বলেন, তাকসিম এ খান মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব পালনে অপারগ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তাকসিম। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে।
রুশু//