শিক্ষার্থীদের গত কয়েকদিন এর তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। আজ বুধবার (২১ই আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ পত্রে ড. মোঃ আনোয়ার হোসেন উল্লেখ করেন যে , বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে যবিপ্রবিতে একটি অস্থিরতা বিরাজ করছে এবং পুনরায় প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও সেশনজট হওয়ার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় আমার পক্ষে বিশ্ববিদ্যালয়টির পরিচালনা করা সম্ভব নয় । তাই আমি আমার উপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য হিসেবে অর্পিত দায়িত্ব থেকে অধ্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি।
এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে বেঁধে দেওয়া সেই সময়ের মধ্যে ভিসি সসম্মানে পদত্যাগ না করলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছিলেন শিক্ষার্থীরা ।
উল্লেখ্য যে , উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে গত তিনদিনে যবিপ্রবির, প্রক্টরিয়াল বডি , ট্রেজারার,শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট বডি, উপাচার্যের একান্ত সচিব,পরিবহন প্রশাসক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন এবং আইসিটি সেলের পরিচালক পদত্যাগ করেন।
এমদাদুল/এমএ//