পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। শনিবার সন্ধ্যার পর পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে ইন্দোনেশিয়ান ভাষা ‘বাহাসা’য় অনলাইন জুয়ার ভিডিও স্ট্রিমিং শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনু বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ নিশ্চিত করেছেন যে, পেজটি হ্যাক হওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের কাজ চলছে।
সূত্র জানায়, হ্যাকাররা দুপুর থেকেই পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন লাইভ ভিডিও প্রচার করে, যার বেশিরভাগই জুয়াবিষয়ক। এ ঘটনায় মন্ত্রণালয় বিব্রত অবস্থায় পড়ে এবং দ্রুত একটি প্রযুক্তি ও নিরাপত্তা দল গঠন করে ব্যবস্থা নেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার রাত পৌনে ১টা) ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় পেজটি পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল।
এদিকে, হ্যাকিংয়ের উৎস ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল একটি সাইবার হামলা নয়; বরং এটি রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তার ওপর বড় ধরনের হুমকি। একই সঙ্গে এ ঘটনায় সরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল, তা আবারও প্রকাশ পেয়েছে।
তাঁরা বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে আধুনিক ও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।