ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে বৃহত্তর মিরপুর অঞ্চলের পরিবহন মালিক, চালক, এবং সহকারীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মিরপুর ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, “দীর্ঘদিন ধরে রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলা বিরাজ করছে। আমরা এ পরিস্থিতি পরিবর্তনে আধুনিক পরিকল্পনা গ্রহণ করতে চাই, যা গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করবে।”
তিনি আরও জানান, ঢাকার সড়কে যত্রতত্র বাস পার্কিং এবং যাত্রী ওঠানামার ফলে যানজটের সৃষ্টি হয়। তাই টিকিট কাউন্টার ব্যবস্থা চালুর মাধ্যমে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা নিশ্চিত করা হবে। এ ছাড়া সড়কে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার আবু সুফিয়ান সভায় বলেন, “পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এমন সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মেনে চলার অভ্যাস চালকদের মধ্যে গড়ে তুললে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম এবং সমিতির দফতর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।
বিএন