ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির সময় আবেদনের আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এর আগে, গত এপ্রিল মাসে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. মনির হোসেন আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি বাদীকে ভয় দেখানোর এবং মারধরের অভিযোগে জড়িত ছিলেন। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি।
বাদীর অভিযোগ অনুযায়ী, আসামিরা বিভিন্ন ক্লাবে গিয়ে মদ্যপান করেন এবং বিল পরিশোধ না করে চলে যান। ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোটক্লাবে গিয়ে তারা এমন আচরণ করেন। ওই সময় নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ শহিদুল আলম ক্লাব ত্যাগের সময় পরীমণি নাসিরকে ডাক দেন এবং অশোভন আচরণ করেন।
অন্যদিকে, ২০২১ সালের ১৪ জুন পরীমণি নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই অভিযোগের কোনো সত্যতা পায়নি।
বিএন