ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে সামাজিক মাধ্যমে অভিনেত্রী বেশ সরব থাকেন। নিজের প্রতিটি আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এ তারকা।
গত মাসে পরীমণি জানান ছেলের পর মেয়ের মা হয়েছেন তিনি। একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। এরপর নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা। পরী তার মেয়ের একমাস বয়স উদযাপন করেছেন। ছেলে ও মেয়েকে নিয়ে ছোট্ট আয়োজনের মধুর মূহুর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মেয়ের মুখ না দেখালেও মেয়েকে কোলে নিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।
ছবির সঙ্গে পরী ক্যাপশনে লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। হ্যাপি বার্থ দে মাই প্রিন্সেস সাফিরা সুলতানা প্রিয়ম।’