ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে প্রায় সবসময়ই আলোচনায় থাকেন তিনি । এবার র্যাম্পে হাঁটলেন এই সুপারস্টার। শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।
শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব খান। তার সঙ্গে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর, পরীমণি, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।
আয়োজক পিয়াল হোসেন জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।