ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল । এ জয়ের ফলে পর্তুগাল আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে, সবকিছুর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে পানি চলেছে!
ম্যাচের তখন বাকি আছে ১৫ মিনিট। এ সময়ে পর্তুগালের জন্য সুবর্ণ সুযোগ ছিল। তারা দিয়েগো জোতাকে ডি বক্সে ফেলে দিয়ে নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনে । স্লোভেনিয়ার ফুটবলাররা কথা বলছিলো রেফারির সাথে অন্যদিকে রোনালদো স্পট কিকের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সময় আসে, বাঁশি বাজে। বাঁ দিকে ঝাঁপিয়ে রোনালদোর বার ঘেঁষা শট রুখে দেন গোলরক্ষক ও-বালাক!
অবিশ্বাস্য! রোনালদো দু হাত দিয়ে মুখ ঢেকে নেন। মাঝ বিরতিতে দেখা যায় করুণ এক দৃশ্য। যেটার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না ভক্তরা এমনকি সতীর্থরাও। মিটিংয়ের মাঝে অঝোরে কাঁদছেন রোনালদো। পেঁপে থেকে শুরু করে সতীর্থ, দলীয় স্টাফরা দিচ্ছিলেন সান্ত্বনার বাণী।
এরপর যা হয়, একটি অসাধারণ ঘটনা ঘটে। রোনালদোর গোলের পর পর্তুগাল ৩-০ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়। ২০১৬ সালের চ্যাম্পিয়নের সামনে এখন অনেক কঠিন প্রতিপক্ষ ফ্রান্স আসছে।
সেমিফাইনালের জন্য তাদের বিপর্যস্ত সময়ের চূড়ান্ত পরীক্ষা ৬ জুলাই রাত ১টায় অনুষ্ঠিত হবে।