রাজধানীর পল্লবী থানায় এক যুবকের হামলায় থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ আরও তিন যুবককে আটক করে পুলিশ।
আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম নামে ওই যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুন হয়েছে। তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। এ কথা শুনে যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিযোগ করেন, ওসি বিষয়টি গোপন করছেন। পরে ডিউটি অফিসারের কাছে নিয়ে যাওয়া হলে সেখানেও একই জবাব দেওয়া হয়। এরপর যুবকের পরিচয় জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। ওসি তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যুবক হঠাৎ তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এসময় এএসআই নাসির হস্তক্ষেপ করতে গেলে তার একটি আঙুল ভেঙে দেওয়া হয়। এসআই শরিফুল ইসলামও কপালে ঘুষি খান। পরে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকের পর যুবকের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইরে একটি গাড়িতে তার তিন বন্ধু অপেক্ষা করছেন। তাদেরও আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরে। তারা কেন এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি মানসিকভাবে অসুস্থ বা মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িতে থাকা তিনজন তার বন্ধু। গাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগানো ছিল।