অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে অন্তত আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দুই নারী ও একজন তরুণ রয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাগুলো তুলকারেম এবং নুর শামস শরণার্থী শিবিরে পরিচালিত হয়। খবর আলজাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা ও সৈন্যদের গুলিতে সাতজন নিহত হন। এছাড়া নুর শামস শরণার্থী শিবিরে একজন প্রাণ হারান।
মঙ্গলবার ভোরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের পর এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই নারী হলেন খাওলা আলি আবদুল্লাহ আবদো (৫৩) এবং বারা খালিদ হুসাইন (৩০)। তরুণের নাম ফাতি সাইদ সালেম ওবায়েদ। তারা সবাই তুলকারেমে ইসরায়েলি হামলায় নিহত হন।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তরুণটি বুকে ও পেটে গুলিবিদ্ধ হন, আর দুই নারী ড্রোন হামলায় প্রাণ হারান। নুর শামস শরণার্থী শিবিরে নিহত ব্যক্তির নাম মাহমুদ মুহাম্মদ খালেদ আমার।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা তাকে গুলি করে এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় শিবিরের একটি মসজিদের কাছে পাওয়া যায়। ড্রোন হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবরও প্রকাশ করেছে ওয়াফা।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তুলকারেমে সন্ত্রাসবিরোধী অভিযানে তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, ১৮ জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কিছু অস্ত্র জব্দ করেছে। পরে তারা নুর শামস শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে।
আরএস