আগামী পহেলা জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম। আজ শুক্রবার (১০ মে) গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘গত বছরের সংকীর্ণতা দূর করে এবছর খুব দ্রুতই ক্লাস শুরু করার পরিকল্পনা আছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথেও কথা বলেছি এ বিষয়ে। আশা করছি ১থেকে ১৫ জুলাইয়ের মধ্যেই ক্লাস শুরু হবে।
আজকের পরীক্ষা সম্পর্কে উপাচার্য বলেন, আজ সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১২ হাজার ৫১৩ জন। শৃঙ্খলার সাথেই পরীক্ষা চলছে। প্রশ্নের মানও ভালো হয়েছে।
উল্লেখ্য, আজ গুচ্ছ অন্তর্ভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ (সি ইউনিট) এর ভর্তি পরীক্ষা বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।