জয়নাল আবেদীন জয়, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি:
বিশ্বশান্তি জীবের মুক্তি কলিহত জীবের দুঃখ মোচন ও সুখ-শান্তি কামনায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে হরিবাসর অনুষ্ঠিত হয়।
লীলা কীর্তন উৎসব কমিটি ও দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে ৮’ষ্টম প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। ৪’টি হরিবাসর দল পর্যায়ক্রমে হরিনাম সুধা পরিবেশন করেন।
পাপ মোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে শত শত ছোটবড় নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। সনাতন ধর্মালম্বীদের এই ধর্মীয় উৎসবটি উৎযাপনের লক্ষে লীলা কীর্তন উৎসব কমিটির হাতে নিজস্ব তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামীতে পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
এসময় ছাত্রনেতার সফরসঙ্গী ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, সাবেক বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর ইসলাম, থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশিদ সজল, পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরছালিন পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সম্পাদক মোঃ জালাল উদ্দিন সহ হরিবাসর কমিটির লোকজন।