জয়পুরহাটের পাঁচবিবিতে ২৬শে মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে পৌর পার্কে স্মৃতি সৌধে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় ও পৌর প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।
বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকবর হোসেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু।
সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন জুয়েল। ছাত্রনেতা রিঙ্কু বেপারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর নেতৃত্বে এক বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করে ও ছাত্রলীগের নেতাকর্মীকে সাথে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট