জয়নাল আবেদীন জয়, জয়পুুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬ নং মোহাম্মদপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক কর্মসূচীর আওতায় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ-উল- আযহার উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
২৮ মে বুধবার সকাল ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ রশিদা বেগম, ইউনিয়ন প্রশাসকনিক কর্মকর্তা বিপ্লব সরকার, ট্যাগ অফিসার মুছা আহম্মেদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিল্পী নাহার, ইউপি সদস্য আজম আলী, মুনসুর রহমান ও মিজানুর রহমান সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১ হাজার ৭১ জন হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়।