জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর আটাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাব- ৫।
১৭ মে শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব- ৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১৬ মে বৃহস্পতিবার রাতে উত্তর আটাপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মোঃ মনজু হাসান (৪২) ও একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ মাসুদ রানা (৩৪)।
আটককৃতদের মাদক মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।