বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার পাঁচ উইকেটের উপর ভর করেই জয় পায় বাংলাদেশ। তবে অনবদ্য পারফরম্যান্সের পরও র্যাংকিংয়ে উন্নতি হয়নি নাহিদের।
পাঁচ উইকেট পেয়েও র্যাঙ্কিংয়ে অবনতি নাহিদের
বুধবার (৪ নভেম্বর) আইসিসির হালনাগাদকৃত প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি জানা যায়। নাহিদ রানার মতো একই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাইজুল ইসলামও। তবে র্যাংকিংয়ে তারও অবনতি হয়েছে। ২৩ নম্বর থেকে এক ধাপ পিছিয়ে তাইজুল অবস্থান করছে ২৪-এ আর নাহিদ রানা আছেন ৮৮ নম্বরে।
দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ ও তাইজুলের র্যাংকিংয়ে অবনতি হলেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের। যদিও মুশফিকুর রহিম এই সিরিজে দলের সাথে ছিলেন না।
ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন কুমার দাস নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে ২২ গড়ে ৮৮ রান করা এই উইকেট কিপার ব্যাটার ৩২ থেকে বর্তমানে অবস্থান করছেন ৩০ এ। অপরদিকে লিটনের সমান রেটিং পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
ক্যারিবিয়ান সফরে ধারাবাহিক পারফর্ম ও দলের নেতৃত্বে থাকা মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়েছেন। ৬৭ নম্বর থেকে বর্তমানে ৬৮ নম্বরে অবস্থান করছেন তিনি। ব্যাটিংয়ের মতো বোলিং এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন বাংলাদেশী এই কাপ্তান। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন মিরাজ অবস্থান করছেন ২৭ নম্বরে আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান থেকে চতুর্থ অবস্থানে আছেন তিনি। শেষ ম্যাচে জয়ের অন্যতম নায়ক জাকের আলী অনিক আছেন আগের অবস্থান ৮৪তেই।
তাইজুল-নাহিদের মতোই বোলিং র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের গতিদানব ও ঢাকাই এক্সপ্রেস তাসকিন আহমেদ। ৫১ নম্বর থেকে এক ধাপ পিছিয়ে বর্তমানে আছেন ৫২ নম্বরে।
উল্লেখ্য, সর্বোচ্চ ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় কাপ্তান জাসপ্রীত বুমরাহ।
রকি//বিএন