ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কিউই পেসার মাইক হেসন’কে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান এই কোচকে আজ নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির ওয়েবসাইটেও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৬ মে থেকে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন ৫০ বছর বয়সী হেসন।
পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘শূন্য পদের জন্য জমা পড়া প্রচুর আবেদনপত্র পর্যালোচনার ভিত্তিতে হেসন এ পদে নিয়োগ পেলেন, যা গত এপ্রিলে পাকিস্তানের ছেলেদের দলের নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি পড়ে ছিল। কেনিয়া, নিউজিল্যান্ডসহ হেসন এর আগে বেশ কিছু জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পাকিস্তান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ।’
হেসনকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘সাদা বলের সংস্করণে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে আরও ভালো করার ক্ষেত্রে সাফল্যময় অতীত এবং প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। দলে আপনাকে স্বাগতম মাইক!’