দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারা বাংলাদেশের সামনে এখন কঠিণ প্রতিপক্ষ পাকিস্তান। ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছে টাইগাররা। আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সংক্ষিপ্ত ফরম্যাটে খুব একটা ভালো দল নয় বাংলাদেশ এরপরেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী দলের হেড কোচ ফিল সিমন্স।
সোমবার (২৬ মে) লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হন সিমন্স। সেরা ক্রিকেট খেলার এটাই সেরা সময় উল্লেখ করে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘এটা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কিনা জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে এসেছি। যেকোনো সময়েই পাকিস্তান ভয়ংকর দল। সহজভাবে নেওয়া যাবে না। যেকোনো দিন তারা ভালো খেলতে পারে।’
তিনি আরও বলেন, ‘আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না। তবে পাকিস্তান তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। মোরালি সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে।’