বাংলাদেশে দর্শকদের মাঝে আলোড়ন তোলা সামাজিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘জংলি’ এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। সিনেমাটির নির্মাতা এম রাহিম আশাবাদী, পাকিস্তানের দর্শকরাও ছবিটিকে সাদরে গ্রহণ করবেন।
সিনেমাটি পাকিস্তানে পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘সিনে এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ইতোমধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার সঙ্গে মুক্তির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।
টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান জানান, সব প্রস্তুতি শেষ। শিগগিরই পাকিস্তানি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জংলি’। বর্তমানে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিংয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
ছবির কাহিনি লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন মেহেদী হাসান মুন এবং কলকাতার সুকৃতি সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি একাধিক ভিন্ন লুকে হাজির হয়েছেন পর্দায়। তার বিপরীতে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। শিশু চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান ও এরফান মৃধা শিবলু।
চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়, কবে পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘জংলি’-এর যাত্রা।