পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খান সরকারপ্রধান শেহবাজ শরিফের সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
জিও নিউজ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইকে সংলাপে বসার আহ্বান জানান। এরপর গত সোমবার (১২ মে) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠক করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান। তিনি জানান, আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন ইমরান খান।
তবে ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন, এ আলোচনা হতে হবে গোপনে, গণমাধ্যমের নজরের বাইরে, যেন আলোচনায় প্রকৃত অগ্রগতি সম্ভব হয়।
পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি এখন সরকারপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, আগের সংলাপের উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে মূলত অতি প্রচারের কারণে। এবার তারা আলোচ্য বিষয় ও গোপনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে।
দ্য নিউজকে দেয়া বক্তব্যে ব্যারিস্টার গওহর বলেন, তিনি প্রধানমন্ত্রী শেহবাজের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন এবং তিনি আলোচনায় অংশ নিতে সম্মতি দিয়েছেন। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাতীয় পরিষদে পিটিআইকে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ। যদিও পিটিআই তখন জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া তারা কোনো পদক্ষেপ নেবে না।
দলীয় সূত্র বলছে, ইমরান খান চান, এই আলোচনায় সেনাবাহিনীর কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থাকুক। এমনকি প্রয়োজনে তিনি সামরিক বাহিনীর কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতেও রাজি আছেন বলে জানা গেছে।