পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে গত কয়েক মাস ধরেই সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংস রূপ নিচ্ছে।
কুররাম এক সময় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। এই অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক বছরে শত শত মানুষ নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) একদল সুন্নি আধা সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তায় গাড়িবহর নিয়ে আগাচ্ছিলেন। তখন তারা আক্রমণের শিকার হন বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন কুররাম প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি জানান, এই হামলায়, তিন নারী এবং দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
হামলার সময় পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার পুলিশ গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। নিহতদের শিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এই কর্মকর্তা।
জুলাই মাসে জমি-জমা সংক্রান্ত বিবাদে এই দুই সম্প্রদায়ের সংঘাতে ৩৫ জন নিহত হন। স্থানীয় নেতাদের শালিসের (জিরগা নামে পরিচিত) সিদ্ধান্তে সংঘাতে বিরতি দেওয়া হয়। এরপর সেপ্টেম্বরে টানা ছয় দিন ধরে সংঘাত চলে। এতে অন্তত ৩৭ জন নিহত হন।
পাকিস্তানে গোত্রীয় ও পারিবারিক কলহ সাধারণ ঘটনা। তবে খাইবার পাখতুনখোয়ার মতো পার্বত্য অঞ্চলগুলোতে এ ধরনের সংঘাত বেশি দেখা দেয়।
ঐতিহাসিকভাবে সুন্নিপ্রধান পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতন, সহিংসতা ও বৈষম্যের অভিযোগ রয়েছে।/
আয়নুল/