পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় একটি সেনা তল্লাশিচৌকিতে শুক্রবার রাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যাতে ১৬ সেনাসদস্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।
স্থানীয় দুটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ৩০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি হামলায় অংশ নেয়।
হামলার সময়, তল্লাশিচৌকিতে থাকা সেনারা বাধা দিতে সক্ষম হয়নি এবং হামলাকারীরা যোগাযোগের যন্ত্র, নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেয়। হামলার পর সশস্ত্র ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানি তালেবান একাধিকবার তাদের আক্রমণের মাধ্যমে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিরোধিতা অব্যাহত রেখেছে।
এই হামলা আফগান সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ঘটেছে, যা পাকিস্তানের ভেতরের অঞ্চলেও সন্ত্রাসী কার্যকলাপের চিত্র তুলে ধরে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।