গত বছরের ৯ মে পাকিস্তানে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ৬০ জন বেসামরিক নাগরিককে ২ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর ডনের।
এর আগে একই ঘটনায় ২৫ জন বেসামরিক নাগরিককে কারাদণ্ড দিয়েছিল সামরিক আদালত। সাম্প্রতিক ঘোষণায় আরও ৬০ জনের সাজা নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ মের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সব প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে। প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। আসামিদের আপিলের সুযোগ থাকবে এবং সামরিক আদালত সংবিধান অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করবে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট সামরিক আদালতকে ৯ মের ঘটনার বিচার পরিচালনার অনুমতি দেয়ার পর মোট ৮৫ জন বেসামরিক নাগরিককে বিচারিক প্রক্রিয়ায় আনা হয়েছে।
গত বছরের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করে। এতে সামরিক স্থাপনা, সরকারি ভবন, এবং লাহোরে পুলিশ কমান্ডারের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।
আরএস//বিএন