ইনজুরির কারনে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে দারুণ ছন্দে থাকা এই পেসারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে কৌশল সাজাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু শেষ সময়ে এসে বুড়ো আঙ্গুলে চোট পাওয়ায় থাকছেন না তিনি। তার পরিবর্তে দলে সুযোগ হয়েছে খালেদ আহমেদকে।
বুড়ো আঙুলের চোটে ছিটতে গেছেন মোস্তাফিজ। তার বদলে উড়িয়ে নেওয়া হচ্ছে আরেক পেসার খালেদ আহমেদকে। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মোস্তাফিজকে পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে বল করার সময় ফিরতি শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে ‘ক্লিপ ফ্র্যাকচার’ হওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেনের বরাত দিয়ে বিসিবি জানিয়েছে, ‘গতকাল (শনিবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচারে আক্রান্ত হয়েছেন। এই আঘাত থেকে সেরে উঠতে তার বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে আবারও মূল্যায়ন করবো