মনিরুল ইসলাম
পাবিপ্রবি প্রতিনিধি:
ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সকল ক্লাস ও দাফতরিক কার্যক্রম আগামী ১ জুন ২০২৫ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ (মেইল হল) কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবাসিক ছাত্রদের ১ জুন ২০২৫ তারিখ সকাল ১০:০০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে প্রত্যেক আবাসিক শিক্ষার্থীকে নিজ নিজ কক্ষ পরিপাটি করে, হল সুপার বা সিকিউরিটি সদস্যের মাধ্যমে হল ছাড়ার অনুমতি নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের ছুটি শেষে ১৫ জুন ২০২৫ তারিখ সকাল ১০:০০টা থেকে হল খুলে দেওয়া হবে এবং ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।
এছাড়াও যদি কোন শিক্ষার্থী করতে চায় তাহলে হল প্রভোস্ট বরাবর আবেদন পত্র লিখে অফিসে জমা দিতে হবে। উক্ত আবেদনপত্রে শিক্ষার্থীর নাম,রোল, বিভাগ সেশন সহ রুম নাম্বার উল্লেখ করতে হবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হল-১ এর প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. মোঃ শাহজাহান আলী।