জুলাই বিপ্লবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের স্থিরচিত্র নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ‘জুলাই বিপ্লবের দিনলিপি’ শীর্ষক এই আলোকচিত্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
মাসব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমি ধন্যবাদ জানাই পাবিপ্রবি প্রেসক্লাবকে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এই উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জুলাইয়ের কঠিন দিনগুলোতে তারা যে আন্দোলন অংশগ্রহণ করেছেন সেটি দেখতে পাবেন। এই উদ্যোগের মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের যে ইতিহাস সে ইতিহাস সংরক্ষণ হবে। শিক্ষার্থীরা এই আলোচিত্রের মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জানতে পারবে। আমি পাবিপ্রবি প্রেসক্লাবকে অনুরোধ করবো তারা যেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে সংরক্ষণ করে এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। এই আলোচিত্র যখন শিক্ষার্থীরা দেখবেন তখন তারা স্মৃতিকাতর হয়ে পড়বে। তারা তাদের পুরনো দিনের স্মৃতিগুলোর কথা স্মরণ করবে। আমি অনুরোধ করবো প্রত্যেকদিনের ছবিগুলো থেকে একটি সেরা ছবি নির্বাচিত করে আর সেটাকে পুরস্কৃত করা এবং সারা মাসের ছবিগুলো থেকে সেরা ছবিগুলো নির্বাচিত করে তাদেরকেও পুরস্কৃত করা হয়। এতে করে যারা ছবি তুলেছে তারা অনুপ্রাণিত হবে এবং আগামী দিনে তারা ছবি তুলতে উদ্বুদ্ধ হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক, ছাত্র হল-২ এর প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, জুলাই আন্দোলনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠক মিরাজুল ইসলাম এবং মনজুরুল ইসলাম।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল বলেন, ‘এই আলোচিত প্রদর্শনীতে আমরা ৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যতদিন আন্দোলন হয়েছে প্রত্যেক দিনের আলোকচিত্র প্রত্যেকদিন প্রদর্শন করব। আমরা আলোচিত্র প্রদর্শনের জন্য নির্দিষ্ট কোন জায়গা ঠিক করিনি। এই আলোচিত প্রদর্শনীকে আমরা ভ্রাম্যমান করেছি। এটি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে থাকবে। তবে যে জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আনাগোনা বেশি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং এলিভেটেড এর নিচের জায়গাতে দিনের বেশিরভাগ সময়ে আমাদের প্রদর্শনীর ফ্রেম থাকবে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের আলোকচিত্রগুলো দেখতে পারবেন।’