পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব মো. ফরহাদ ইসলাম, হাবিপ্রবি ছাত্রদল নেতা আহসান কবির অর্নব,মো. সাগর সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ছাত্রদলের একজন কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ছাত্রদল বিগত ১৭ বছর যাবৎ রাজপথে মুক্তি সংগ্রামের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে গেছে।একমাত্র নিষিদ্ধ সংগঠন ব্যাতীত আমরা সকল ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে থাকতে চাই,পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে চাই।কিন্তু দুঃখের বিষয় অনেকে এখন ২৪ এর আন্দোলনকে পুঁজি করে এসি অফিসে বসে অফিস করছে,এমপি- মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে।তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, যারা আওয়ামীলীগের সাথে আঁতাত করবে তাদেরকে জনগণ নিজ দায়িত্বে প্রত্যাখান করবে।
“বিচার বিচার বিচার চাই,পারভেজ হত্যার বিচার চাই”,”ফাঁসি ফাঁসি চাই,খুনিদের ফাঁসি চাই “,”ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন”
এমন শ্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা।