‘পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার চিন্তা করছে সরকার’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাসপোর্ট সহজলভ্য করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার বা হ্রাস করার পরিকল্পনা চলছে। তিনি জানান, যদিও বর্তমানে পুলিশ ভেরিফিকেশন আছে, তবে সেটিকে আরও সহজ করার জন্য নতুন ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে, এবং ভবিষ্যতে ভেরিফিকেশন সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়াস থাকবে।
আজ বৃহস্পতিবার, সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনের জন্য একটি অনলাইন অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য দেন।
তিনি ব্যাখ্যা করেন, “আমাদের দেশে অনেক দেশ অন-অ্যারাইভাল ভিসা প্রদান করে, তবে তা পেতে অনেক সময় লাগে—কখনো ৪৫ মিনিট বা এক ঘণ্টা পর্যন্ত। আমরা নতুন সিস্টেমের মাধ্যমে এই সময়সীমা কমিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে ভিসা পাওয়ার ব্যবস্থা করছি।”
তিনি আরও জানান, “ভিসা প্রাপ্তির জন্য আবেদনকারীরা আমাদের অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে একটি কোড পাবেন, যা এয়ারপোর্টে প্রদর্শন করলে, ডলারে পেমেন্ট করার পর মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা ইস্যু করা হবে। নতুন সিস্টেম আজই চালু হয়েছে এবং ভিসার মেয়াদ এক মাস হবে। পেমেন্টের ক্ষেত্রে কার্ড ও ক্যাশ দুটোই গ্রহণযোগ্য।”
এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, অতিরিক্ত আইজিপি (এসবি) মো. গোলাম রসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।