“পাহাড় হবে ভিয়েতনাম” স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি সংঘর্ষের ঘটনায় পাহাড়ি শিক্ষার্থীদের বের করা এক মশাল মিছিল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) রাত ৮ টায় চবি জিরো পয়েন্টে পাহাড়ি শিক্ষার্থীরা একত্র হোন। মিছিলটি শহিদ মিনার হয়ে আবার জিরো পয়েন্টে ফিরে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।
পাহাড়ি শিক্ষার্থীদের এ সময় “চুক্তি ভঙ্গের পরিণাম, পাহাড় হবে ভিয়েতনাম”, “এক দুই তিন চার, সেনা তুই পাহাড় ছাড়”, “নাও নাও তুলে নাও, সেনা শাসন তুলে নাও”, “ছাত্র সমাজ দিচ্ছে ডাক, সেনা শাসন নিপাত যাক”, “এক দেশে দুই নীতি, মানি না মানবে না” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
পাহাড়ি শিক্ষার্থীদের মধ্য থেকে রিপুর চাকমা বলেন, “বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হলেও পাহাড় এখনো সেই স্বাধীনতার স্বাদ পায়নি। সমতলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়ত যেই দলই ক্ষমতাই আসুক না কেন, পাহাড়ের একচ্ছত্র আধিপত্য শুধু সেনাবাহিনীর। সেটেলার বাঙালিরা আমাদের ওপর হামলা করছে। আর সেনাবাহিনী তাতে মদদ দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি পাহাড়ি শিক্ষার্থী পড়াশোনা করা। এই গণহত্যার বিরুদ্ধে চবি থেকেই আমাদের নেতৃত্ব দিতে হবে।”