বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানা। আজ (২ মে) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
এবারের পিএসএলে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুই ক্রিকেটার—রিশাদ হোসেন এবং নাহিদ রানা। রিশাদ ইতোমধ্যে তার অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন; তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এরপর ব্যর্থতায় বাদ পড়েন লাহোর কালান্দার্সের একাদশ থেকে। ফলে কিছুটা হতাশার মধ্যে ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেই হতাশা ঘোচাতে এবার তাদের চোখ নাহিদের অভিষেকের দিকে।
নাহিদের গতি যে ভয়ঙ্কর, সেটা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আগেই দেখেছেন। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল ছুড়ে প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার একই দেশে হলেও ভিন্ন ফরম্যাট, ভিন্ন মঞ্চ—তবে লক্ষ্য একটাই, প্রতিপক্ষকে চাপে ফেলা।
পেশোয়ার জালমির হয়ে নিয়মিত অনুশীলনে নজর কাড়ছেন নাহিদ। তার পেস সামলাতে বেগ পাচ্ছেন ব্যাটাররা। ৬ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া জালমিকে আবারও জয়ের পথে ফেরাতে অধিনায়ক বাবর আজমের অন্যতম ভরসা হতে পারেন এই তরুণ বোলার।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় সেখান থেকে ফিরে আত্মবিশ্বাস ফিরে পেতে মুখিয়ে আছেন নাহিদ। পিএসএলে নিজের জাত চিনিয়ে দিতে প্রস্তুত ‘টাইগার স্পিডস্টার’।