এবার পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে পেতে আগ্রহী লাহোর কালান্দার্স।
পিএসএল খেলার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসির আবেদন করেছেন মিরাজ। তাঁর অনাপত্তিপত্র চাওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
নাফীস জানান, অনাপত্তিপত্রের জন্য আজ সকালে আবেদন করেছেন মিরাজ। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই। এপ্রিলে আইসিসি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।
গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর এরই মধ্যে প্লে–অফে খেলা নিশ্চিত করেছে। দলটিতে গতকালই প্রথম খেলেছেন সাকিব আল হাসান।
এ মাসের প্রথম দিকে ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরে খেলেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এ ছাড়া পেশোয়ার জালমিতে ছিলেন নাহিদ রানা।