বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেশিক্ষক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
অধ্যাপক পান্ডে-কে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রদীপ কুমার পাণ্ডেকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাঁকে নিয়োগ দেন।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত সাংবিধানিক সংস্থা বিপিএসসি বা পিএসসি সরকারি চাকরির নিয়োগের লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অধ্যাপক পান্ডে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়