ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় স্থানীয়রা একটি পিকনিকের বাস আটক করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, টাঙ্গাইলের একটি স্কুলের শিক্ষার্থীরা ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিক শেষে ফেরার পথে তারাকান্দায় বিএনপির মিছিলে পড়ে যায়। তখন বাসের ভেতর থেকে আওয়ামী লীগপন্থী স্লোগান শুনতে পেয়ে স্থানীয়রা বাসটি থামিয়ে যাত্রীদের আটক করে কারণ জানতে চান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে বাসটিকে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, শিক্ষার্থীরা কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে শিক্ষকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।