যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একজন সাংবাদিক এই বিষয়ে মার্কিন প্রতিক্রিয়া জানতে চান।
সাংবাদিক উল্লেখ করেন যে, ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নামও রয়েছে।
যুক্তরাষ্ট্রের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জবাবে বলেন, তিনি এই সর্বশেষ ঘটনার বিষয়ে অবগত নন, তবে টিমের সঙ্গে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করবেন।
এদিকে বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তৎকালীন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার বিচার হওয়া উচিত। নিহতদের পরিবারের দাবি, এই ঘটনার জন্য কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে।
আরএস//বিএন