রাজধানীর পিলখানায় ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্ধশত ব্যক্তিকে আসামি করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
এদিকে, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য সরকার জাতীয় স্বাধীন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায়, এই প্রক্রিয়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য অপেক্ষমাণ। তবে আদালত এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে নির্দেশ দেন, কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে হবে।
কমিশন গঠনের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ এবং বিপ্লব কুমার পোদ্দার গত মাসে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন, রিট আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে আদালত জানতে চান, জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শহিদ সেনা দিবস হিসেবে ২৫ ফেব্রুয়ারি ঘোষণা দিতে কেন নির্দেশ দেয়া হবে না।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় জাতীয় স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়ে আসছে।
বর্তমানে কমিশন গঠনের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, যা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস//বিএন