জবি প্রতিনিধি: পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শাখা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুরান ঢাকায় শাঁখারী বাজারের মন্দিরগুলোতে নিরাপত্তা প্রদান করে তারা। সাথে কয়েকটি টিম গঠন করে দেওয়া হয়েছে যাতে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করা যায় তাদের।
এ বিষয়ে শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, বাংলাদেশে দীর্ঘদিন চলা স্বৈরাচারের শাসনের পেতাত্তারা এখনও বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। গোপালী পুলিশের এবং দালাল মিডিয়ার মাধ্যমে বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে কোনো ধর্মের লোকের উপরে যেন আওয়ামী পেতাত্তারা আর আক্রমণ করতে না পারে সে জন্য পাহারা দিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো পাহারার সাথে সাথে আমরা তাদেরকে গিয়ে আস্বস্ত করে এসেছি আমরা ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে তাদের কেউ আক্রমণ করতে না পারে।
শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনভাবেই সফল হতে দিবো না। রাতজেগে আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর সহ সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ।
এ সময় মন্দির পাহারায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সহ-সভাপতি শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী।
মাহমুদুল/আরএ//