পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমান গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় জানান:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ঢাকা থেকে গত রাতে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রেপ্তার করে। নিউমার্কেট থানায় দায়েরকৃত এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।