পৃথক মামলায় আবার রিমান্ডে পলক, সোলাইমান ও সাফি
ঢাকার একটি আদালত পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদাসসির খান জ্যোতির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার (আজ) পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
এর আগে, ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, লালবাগ থানায় শাহিনুর রহমান হত্যা মামলায় সোলায়মান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া, রামপুরা থানায় দায়ের করা আবদুল্লাহ আল নাহিন হত্যাচেষ্টা মামলায় সাফি মোদাসসির খান জ্যোতিরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিকে, বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, তেজগাঁও থানার একটি মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তার হন।